হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মূলঘর ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে এবং সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় আওতায় চর্ম ও যৌন রোগের চিকিৎসা সেবা বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বানিয়াখালী সৎসঙ্গ আশ্রম মিলনায়তনে বুধবার বেলা ১১টায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী। এতে সভাপতিত্ব করেন প্রকল্পের সমন্বয়কারী মো. আব্দুল হান্নান।

সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়ের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ ডা. মো. শারফুজ্জামান ও ডা. সহাদেব রায়, প্রধান শিক্ষক (অব:) আশিষ কুমার রায়, কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রেকেকুন্নাহার ইয়াসমিন প্রমূখ। এদিন ১৪৫জন রোগীর ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন