ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার (০২ অক্টোবর) বেলা ১১টায় ফলতিতায় নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়মী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো: আবু বকরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, শেখর রঞ্জন দেবনাথ।
অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জীদেন্দ্রনাথ মজুমদার, মোস্তফা কামাল, সরদার আ: কুদ্দুস, কৃষকলীগ নেতা শেখ মুজিবুর রহমান, শ্রমিকলীগ নেতা অনিমেষ রায়, যুুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ রহমত আলী প্রমূখ।
সভায় আসন্ন মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদারকে পুনরায় নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য তার নাম প্রস্তাব ও সমর্থন করেছে দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ১১নভেম্বর মূলঘর ইউনিয়ন পরিষদেরে নির্বাচন অনুষ্ঠিত হবে।