ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের ৩নং ওয়াড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেল ৫টায় সৈয়দ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর। এতে বিশেষ অতিথি ছিলেণ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ আ. রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, সদস্য শেখ ছরোয়ার হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং আওয়ামী লীগের আহবায়ক কাজী কওসার আলী। সদস্য সচিব রবীন সাহার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বেল্লাল সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি পদে কাজী জাহাঙ্গির হোসেন ও সাধারন সম্পাদক পদে শেখ কামরুজ্জামানকে নির্বাচিত করা হয়েছে। এসময় আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
