হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মা’য়ের বাসায় বেড়াতে এসে স্বামীর ছুরিকাঘাতে নিহত হলেন স্ত্রী

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামে মায়ের বাসায় বেড়াতে এসে স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী আরিফা বেগম (১৮) নামের এক গৃহবধু। ঘটনাটি সোমবার (০৯ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ঘটেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, খূলনার দিঘলিয়া উপজেলার সেনাটী এলাকার মাহিন্দ্রা চালক মো. হেলাল উদ্দিনের স্ত্রী আরিফা বেগম পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার তার মাতা আমেনা বেগমের ভাড়া বাড়ী শ্যামবাগত আসেন। ঘটনার রাতে হেলাল উদ্দিন তার শাশুড়ীর বাসায় এসে স্ত্রী আরিফাকে এলোপাতারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর নিহত হন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সূরোতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম হত্যার ঘটনা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িত অভিযুক্ত হেলাল উদ্দিন পালিয়ে গেছে। তাকে আটকের জোর চেষ্টা চলছে। তিনি বলেন, নিহতের শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাতের চিহৃ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের শাশুড়ী লিপি বেগম ও জাহান বেগম নামে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত মডেল থানায় একটি হত্যা মামলারপ্রস্তুতি চলছিল।

নিহতের পরিবার জানায়, ২০১৩ সালের দিকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে দিঘলিয়া উপজেলার সেনাটী এলাকার ইউসুব আলীর ছেলে হেলাল উদ্দিনের সাথে বেতাগার ধনপোতা গ্রামের আইয়ুব আলীর কন্যা আরিফার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ও স্ত্রীর সাথে পারিবারিক ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে জানায়। তাদের একবছরের মো. এহান নামের একটি পুত্র সন্তান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন