হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে মানসা কালি মন্দিরে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

ফকিরহাটে মানসা কালি মন্দিরে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা কালি মন্দিরে উৎসব মূখর পরিবেশে ৫২তম পুন: প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ মেলা। প্রতি বছরের মতো এবারো মেলায় হাজারো দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দিনব্যাপি এই মেলায় দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে এসে বিভিন্ন পসরা সাজিয়ে বসেন দোকানিরা। চুড়ি, ফিতা, থালা, বাসন, খেলার সামগ্রী সহ সব রয়েছে এই মেলায়। নিজেদের পছন্দের জিনিসটি কিনতে এখানে ছুটে আসেন বিভিন্ন জায়গার মানুষ।অন্যান্য বছরের ন্যায় এ বছর দিনটি  উৎযাপিত হয়েছে। এবারে ৫২ তম পুনঃ প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী ও ভক্তকুলের উপস্থিতিতে মানসা কালি মন্দিরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এখানে আসা সকল দর্শনার্থীদের দুপুরে একটি বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধ ভাবে বসিয়ে প্রসাদ পরিবেশন করা হয়।

মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবলু কুমার আঁশ জানান, দিনব্যাপি অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল ৯টা থেকে পূজা আরম্ভ, ১০টায় শ্রী শ্রী চন্ডীপাঠ, দুপুর ১২মাঙ্গলিক প্রার্থনা, দুপুর ১টায় প্রসাদ বিতরন ও সন্ধায় মঙ্গলারতি অনুষ্ঠান।

মন্দির কমিটির সভাপতি সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল বলেন, অন্যান্য বছরের ন্যায় এ বছর দিনটি উৎযাপিত হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও হাজারো ভক্তকুল ও দর্শনার্থীর আগমন ঘটে। অনুষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট শাখার বিভিন্ন নেতা-কর্মি মন্দির পরিদর্শণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন