ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
সাদাসোনা খ্যাত চিংড়ি শিল্প এলাকা বাগেরহাটের ফকিরহাটে মানসম্মত অংকুশ গলদা চিংড়ি পিএল উৎপাদন ও বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার মূলঘর ইউনিয়নের গোয়ালবাড়ি অংকুশ গলদা হ্যাচারীর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় হ্যাচারী চত্ত¡রে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুনর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচএম রাকিবুল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহম্মেদ ও বাংলাদেশ বেতার জেলা সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন অদ্ধের্ন্দু রায়।
স্থানীয় ইউপি সদস্য কালীপদ বিশ্বাসের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী অনিমেষ রায়, অংকুশ গলদা হ্যাচারীর পরিচালক অনুপ রায় সহ অন্যান্যরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এদিন ২০জন মৎস্যচাষীকে এক লাখ গলদা চিংড়ির পোনা বিক্রিয় করা হয়েছে। হাজার প্রতি দর পড়েছে দুই হাজার দুশশত টাকা। এদিকে স্থানীয় মৎস্য চাষীরা জানান ঘেরের কাছাকাছি অত্র এলাকায় এই হ্যাচারী হওয়াতে তারা উপকৃত হয়েছেন।