হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী (১৫) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের মাতা একজনকে আসামী করে শনিবার রাতে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। যার নং-৮, তারিখ-১৭/১২/২০২ইং। মামলার আসামী দেয়াপাড়া গ্রামের হাবিল শেখ (৩৫) কে পুলিশ আটক করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জিব কুমার পাল মামলার বরাত দিয়ে জানান, উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে গত ১৩ ডিসেম্বর রাত ২টর দিকে অভিযুক্ত হাবিল শেখ ওই কিশোরী ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ওই কিশোরীর ঘুম ভেঙ্গে যায়। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।

এসময় মেয়েটির চিৎকারে তার পরিবারের লোকজন ছুটে আসেন। এসময় ওই কিশোরীর মা’কে লোহার রড দিয়ে হাতে আঘাত করে সে পালিয়ে যায়। এতে কিশোরীর মার হাত ভেঙ্গে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা মেয়ে ও মাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভিকিটিমের সেখানে ডাক্তারী পরীক্ষা করা হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান ধর্ষণের অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আসামীকে আটকের জোর চেষ্টা চলছে। বর্তমানে মামলাটি তদন্তধিন রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন