হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মাদক মামলাসহ ১০মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলাসহ ১০মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শেখ শরিফুল ইসলাম (৩৩) কে আটক করেছে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপনে সংবাদ পেয়ে মডেল থানার এসআই হারুন অর রশদি ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসকি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শেখ শরিফুল ইসলাম ফকিরহাটের ব্রাহ্মণরাকদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী শরিফুল শেখের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর একটি নিয়মিত মামলার পলাতক আসামী। এছাড়া সে সিআর-১২০৩/১৯ (খালিশপুর-খুলনা) একটি মামলার ১০মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন