ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের এক মাদক কারবারিকে গাজা বিক্রয় ও সেবনের দায়ে গ্রেপ্তার করে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্সের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মাদক কারবারির নাম ঠিকানা পাওয়া যায়নি।
