ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় মহাসড়কে সংস্কারের কাজ করার সময় দ্রæতগামী ট্রাকের ধাক্কায় সজিব শেখ (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত সজিব পাইকগাছার উপজেলার কপিলমুনি এলাকার রুস্তুম আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় অন্য শ্রমিকদের সাথে সজিব শেখ মহাসড়কে সংস্কারের কাজ করছিল। এমন সময় দ্রæত গতিতে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাক সজিব কে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফকিরহাট মডেল খানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
এদিকে পালিয়ে যাওয়া ট্রাকটি কাটাখালী এলাকা থেকে জব্দ করা হয়েছে।। এসময় ট্রাক চালক রুহুল আমীনকে আটক করেছে পুলিশ।
মোল্লাহাট হাউওয়ে থানা পুলিশের সার্জেন্ট এসআই মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন ট্রাক সহ চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।