হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মহাসড়কে ত্রিমূখী সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ত্রিমূখী সংর্ঘের ঘটনায় প্রাইভেটকার চালক আলমগীর হোসেন (৪২) নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী একটি প্রাইভেটকার লখপুর এলাকায় এসে পৌছায়। এসময় ঢাকাগামী মালবাহী একটি ট্রাককে খুলনাগামী একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সাথে মূখোমূখী সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাইভেটকার চালক ঘটনাস্থলে নিহত হন। তবে প্রাইভেটকারে থাকা যাত্রীদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে পুলিশ জানায়। নিহত আলমগীর হোসেন চাঁদপুরের নুরনগর এলাকার আহসান উল্লাহ এর ছেলে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক-হেলপার পালিয়ে গেছে। বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে।

ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন