ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বৈলতলী এলাকায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সোহেল মোল্যা (২৩) নামের এক মটসাইকেল মেকানিক।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোহেল মোল্যা রোববার (০৮ মে) সন্ধ্যার কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষনিক জানা যায়নি।
খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে। মৃত সোহেল মোল্যা বৈলতলী গ্রামের ফিরোজ মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলমিুজ্জামান।