ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের ফকিরহাটের আট্টাকা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সমানে মটরসাইকেলের ধাক্কায় শেখ শাহাবুদ্দিন সাবু (৬৩) নিহত হয়েছেন। সে আট্টাকা গ্রামের মৃত তৈয়বুর রহমানের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবি শেখ শাহাবুদ্দিন সাবু নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় একই গ্রামের শেখ কেরামত আলীর ছেলে শেখ জিহাদুল ইসলাম ফকিরহাট থেকে মটরসাইকেলযোগে দ্রুত গতিতে বাড়ী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। এসময় মটরসাইকেল চালক শেখ জিহাদুল আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।