ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে সাড়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) বেলা ১১টায় ফকিরহাট বাজার এলাকায় অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় দুটি মৎস্য ও পশু খাদ্যের দোকান, বাসি পচা মাংস বিক্রির দায়ে একটি মাংসের দোকান ও একটি খাদ্য পণ্যের দোকানে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী তাদেরকে এই জরিমানা করেন। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, পেশকার মো. মিজানুর রহমান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, বিভিন্ন ক্রটির কারনে অভিযানে তাদেরকে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ডিমের বাজার নিয়ন্ত্রণ রাখতে এদিন বিভিন্ন বাজার মনিটরিং করা হয়।