হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা (অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ) বলেছেন. আগামী সংসদ নির্বাচনে সবাইকে নিয়ে প্রতিনিধিত্ব মূলক সুন্দর একটা নির্বাচন হবে, সেই লক্ষ্যে সব দলকে নির্বাচনে আসার আহবান জানানো হয়েছে।

সোমবার বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন নির্বাচনে ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দেবেন। নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরাপক্ষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনকালে নতুন ভোটারদের হাতে ভোটার নাম্বার তুলে দেন। নির্বাচন কমিশনারের কাছ থেকে ভোটার নাম্বার নিতে পেরে নতুন ভোটাররা অত্যান্ত খুশি।

এসময় উপস্থিত ছিলেন খুলনা আ লিক কমিশনার হুমায়র কবীর, শেখ জালাল উদ্দীন আহম্মদ, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান, লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি সেলিম রেজা সহ অন্যান্যরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন