ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০২১ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, নবনির্বাচিত ইউপিচেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমজাদ হোসেন সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার শিকদার, পল্লী দারিদ্র বিমোচন কমৃকর্তা আরিফা খাতুন সহ স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, ওয়াশ কর্মসুচির সংগঠক প্রদীপ কুমার পালের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ওয়াশ কর্মসূচির নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
