হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ভৈরব নদীর পাড়ে বজ্রপাত রোধে তাল বীজ রোপন

ফকিরহাটে ভৈরব নদীর পাড়ে বজ্রপাত রোধে তাল বীজ রোপন

কর্তৃক Editor
০ মন্তব্য 99 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

“চলো বন্ধু বদলে যাই’ ‘মানবতার বিশ্ব চাই” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য টুমরো, খুলনা শাখার উদ্যোগে বজ্রপাত রোধে তাল বীজ রোপণ কর্মসূচির অংশ হিসেবে তাল বীজ রোপনঅব্যাহত রয়েছে।

১৯ ডিসেম্বর সকাল ১০টায় ভৈরব নদীর তীরে তাল বীজ রোপন করা হয়। জানা গেছে এগুলো দেখশুনা ও পরিচর্যার দায়িত্ব দায়িত্ব পালন করবে সংগঠনের সদস্যদের।

তাল বীজ রোপনকালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য টুমরো খুলনা শাখার সভাপতি সৈয়দ অনুজ, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ সানিয়া ইসলাম, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-স্কুল বিষযক সম্পাদক মো: হানিফ জমাদ্দার, সহ-প্রচার সম্পাদক সুমায়রা আফরোজ সূচনা, সদস্য মুসলিমা খাতুন, সাদিয়া আফরিন জুলি, নাইম ইসলাম সরদার সাইফুল ইসলাম, গালিব মোড়ল, মান্না, পলাশ প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন