ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ৮ দলীয় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ বেতাগা ইউনিয়ন শাখার আয়োজনে বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার (২১ জানুয়ারি) বেতাগা ইউনিয়নের মাসকাটা-১ নং ওয়ার্ড এবং ধনপোতা-৩ নং ওয়ার্ড মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাসকাটা-১ নং ওয়ার্র্ডকে হারিয়ে ধনপোতা- ৩ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, সাধারণ সম্পাদক ও মেসার্স বেতাগা ট্রেডার্স লিঃ এর পরিচালক আনন্দ দাশ।
ধনপোতা মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরাম হোসেনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আসাদুজ্জামান শেখ, বেতাগা মহিলা ইউপি সদস্য রাফেজা বেগম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন, মো. আব্দুল্লাহ শেখ, মো. আলমগীর হোসেন, মো. মাহাবুবুর রহমান, বেতাগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোপাল পাল, সাধারণ সম্পাদক রানা শেখ প্রমুখ।