হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বেতাগা মৎস্য ঘেরে বর্শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা

ফকিরহাটে বেতাগা মৎস্য ঘেরে বর্শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা কমান বেনিফিসারিজ গ্রুপ (সিবিজি) বিঘাই কুমারখালী সমিতির পরিচালনার মৎস্য ঘেরে ঐতিহ্যবাহী বর্শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা অনু্ষ্টিত হয়। ১৮ অক্টোবর সকাল সাড়ে ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাছ শিকার অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ মাছ শিকার প্রতিযোগিতা পরিদর্শন করেন। এতে যারা অংশগ্রহণ করেন তারা হলেন করেন বেতাগা ইউপি চেয়ারম্যান ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এবং মেসার্স বেতাগা ট্রেডার্সের পরিচালক ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ দাশ সহ ২২টি ঘাট।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, বেতাগা ইউপি সদস্য অজয় কুমার বিশ্বাস, মৎস্য অফিসের বেতাগা ইউপি লিফ মোঃ জিল্লুর রহমান, বেতাগা ইউনিয়ন পরিষদের কমান বেনিফিসারিজ গ্রুপ(সিবিজি) বিঘাই কুমারখালী সমিতির সভাপতি প্রভাস হালদার, সাধারণ সম্পাদক নিরাপদ বসু, অর্থ বিষয়ক সম্পাদক দিনোবন্দু বিশ্বাস সহ ২০ জন সুফলভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন