ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদীতে জোয়ারের পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিপাতে অনেক আট্টাকা এলাকার জনবহুল একটি পাকা সড়ক তলিয়ে গেছে। এলাকাবাসী রাস্তাটি উঁচু করার দাবী জানিয়েছেন। এছাড়াও অনেক এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করছে। দ্রুত এ বিষয়ে নিরসনের কথা বলেছেন উপজেলা এলজিইডি বিভাগ।
এলাকাবাসী জানায়. নদীতে জেয়ারের পানি বৃদ্ধি পেলে আর সেই সাথে প্রবল বৃষ্টি হলে আট্টাকা এই রাস্তাটি জলবদ্ধতার সৃষ্টি হয়। একটু বৃষ্টি হলেই অথবা ভৈরব নদীতে জোয়ারের পানি বেড়ে গেলে সড়কে হাটু পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে বিভিন্ন যানবাহন সহ স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদর চলাচলে চরম ভোগান্তী হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম জানান, বৃষ্টির পানি কিছু সময় পর সরে যায়। কিন্তু নদীতে জেয়ারের পানি বৃদ্ধি পেলে রাস্তায় জলবদ্ধতার সৃষ্টি হয়। ফলে এলাকাবাসীর দুর্ভোগে পড়তে হয়। বিষয়টি তিনি সংশ্লিষ্টি কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।
বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির জানান, আট্টাকার খাল ও সুড়ির খালে স্লুইচ গেটের ব্যবস্থা করা হলে ওই রাস্তা জলবদ্ধতার সৃষ্টি হবেনা। আট্টাকার এই রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক ঘর-বাড়িতে পানি প্রবেশ করে। অতি দ্রুত এর নিরসেন জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
ফকিরহাট উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, বৃষ্টি আর নদীতে জোয়ারের পানি বৃদ্ধিতে আট্টাকার একটি রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার খবর শুনেছেন। অতি দ্রুত এর নিরসের আশ্বাস দিয়েছেন তিনি।