হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা মো: আজিজ শিকদার (৯৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মরহুমের নিজ বাড়ি উপজেলার পশ্বিম মৌভেগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।

বাগেরহাট জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভ‚মি) এ এস এম শাওনেওয়াজ মেহেদী, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মো: আজিজ শিকদার মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছোট ছেলে সাইফুল ইসলাম শিকদার। তিনি মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের পশ্বিম মৌভোগ এলাকার মৃত গফুর শিকদারের ছেলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন