হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফকিরহাট সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মূলঘর ইউনিয়নের সোনাখালী খাল সংলগ্ন বিলে, পিলজংগ ইউনিয়নের ভ্যাটকার বিলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে, সহকারী পুলিশ সুপার (সার্কেল) পুকুরে, উপজেলা সরকারি পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্তকরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার প্রমূখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন