ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জনসম্পৃক্ত কার্যকর ইউনিয়ন পরিষদ গড়তে ৭ম বেতাগা দিবস পালিত হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের নানা আয়োজনে ১৪ নভেম্বর সকাল ১০টায় বেতাগা ফুটবল মাঠে দিনব্যাপি বিভিন্ন কর্মসুচীর আয়োজন করে। লাল ফিতা কেটে, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। এরপর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হন।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: মোকলেছুর রহমান, বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, বাগেরহাট স্থানীয় সরকার এর উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: শাফিন আহম্মদ, হাইসাওয়া এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল ওসমান, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, বাগেরহাট এলজিএসপি-৩ এর ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর পার্থ প্রতীম সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ।
অনুষ্ঠানে উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারন প্রকল্পের উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান, কন্যা বর্তিকা কর্মসূচীর আওতায় বাইসাইকেল ও সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও বেতাগা আধুনিকায়নে অনন্য ভ‚মিকার জন্য সেক্টার ভিত্তিক সন্মননা প্রদান করা হয়। এরপূর্বে প্রদান অতিথি বেতাগা ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত প্রাণী সম্পদ সাব সেন্টার, বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকের সম্প্রসারিত ভবন, বেতাগা পাবলিক লাইব্রেরী ভবন, মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বয়:সন্ধি জনিত চেঞ্জরুম, অর্গানিক বেতাগা বর্জ ব্যবস্থপনা ও খামারজাত সার প্লান্টের উদ্বোধন করেন। এসময় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।