হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বিনামূল্যে বকনা বাছুর পেল ৮৫জন জেলে

ফকিরহাটে বিনামূল্যে বকনা বাছুর পেল ৮৫জন জেলে

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

ফকিরহাট  প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ৮৫জন জেলেকে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে বুধবার (২১ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্ত¡রে এসব জেলেদেরকে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) এএসএম শাওনেওয়াজ মেহেদী, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, মাঠ সহায়ককর্মি জিল্লুর রহমান, শেখ সাব্বির আহম্মেদ, কমলেশ দাসসহ অন্যান্যরা।

ফকিরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ বলেন, ৮৫জন নিবন্ধিত সুফলভোগী জেলেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাছুর বিতরণ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো যে খাল-বিল ও নদী আছে দেশীয় জাতীয় মাছগুলো যাতে রক্ষা করে। এছাড়া এর উপর নির্ভরমীল না হয়ে বিকল্প কর্মসংস্থানের জন্য এই বকনা বাছুর দেয়া হয়েছে। যাতে পরবর্তীতে বাছুর হলে ওই বাছুর বিক্রি করা সহ দুধ বিক্রি করতে পারে। তবে গরু বিক্রি করা যাবেনা। এতে এসব জেলেদের কিছুটা হলেও আর্থিক কষ্ট লাঘব হবে। #

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ৮৫জন জেলেকে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। তিনি এসময় তিনি এসব জেলেদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন