হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু হয়েছে। উপজেলার বারাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালক শেখ তরিকুল ইসলাম (২৭) ফকিরহাট সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে দিকে শেখ তরিকুল ইসলাম তার ইজিবাইক চার্জে দেওয়ার সময় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানভীর মাহমুদ অনিক জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ইজিবাইক চালক তরিকুল ইসলামকে নিয়ে আসেন তার পরিবার। তাকে পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন এমন খবর এখনো পর্যন্ত কেউ জানায়নি। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন