ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সরুপ বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা অত্যান্ত খুশি হয়েছে বলে তারা জানান।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে বিজ্ঞান মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। মেলায় দেখা মিলেছে নানা উদ্ভাবন। কয়েকজন শিক্ষার্থী জানান বিজ্ঞান মেলায় এতে খুবই ভাল লেগেছে তাদের। এই মেলা থেকে অনেক কিছু শেখার আছে বলে জানান।