হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বিএনপির উদ্যোগে বিক্ষাভ মিছিল ও পথসভা

ফকিরহাটে বিএনপির উদ্যোগে বিক্ষাভ মিছিল ও পথসভা

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ও ইস্কন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলো চত্ত¡রে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরাসহ অন্যান্যরা। সভায় বক্তরা কাজি আজহার আলি কলেজের প্রবেশ পথে ইস্কন ও ভারতীয় পতাকা অংকন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন