হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বাড়ি বাড়ি গিয়ে ভ‚মি অধিগ্রহণের চেক হস্তান্তর

ফকিরহাটে বাড়ি বাড়ি গিয়ে ভ‚মি অধিগ্রহণের চেক হস্তান্তর

কর্তৃক
০ মন্তব্য 94 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :

বাগেরহাটের ফকিরহাটে একমাত্র মহিষ প্রজনন খামার উন্নয়নের জন্য অধিগ্রহণ করা ভ‚মি মালিকদের ক্ষতিপুরুনের চেক হস্তান্তর করা হয়েছে। বাগেহরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ কামরুল ইসলাম সোমবার বিকেল ৪টায় প্রকল্প এলাকা বেতাগা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভ‚মির মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। এদিন ১৯জন ভ‚মি মালিকদের মোট ৪ কোটি ৮৪লক্ষ ৩৫হাজার ৮শত টাকার চেক প্রদান করা হয়েছে।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, বাগেরহাট জেলা ভ‚মি অধিগ্রহণ কর্মকর্তা মো:আলিমুজ্জামসান মিলন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইউনুস আলী। এ পর্যন্ত মোট ৯৭জন ভ‚মির মালিককে ভ‚মি অধিগ্রহণের চেক প্রদান করা হয়েছে। বাড়ি বসে ভ‚মি অধিগ্রহণের চেক হাতে পেয়ে ভ‚মির মালিকরা সকলেই খুশি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন