হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে মহিলাদের বিক্ষোভ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদে ভিজিডির টাকার জন্য শত শত মহিলাদের বিক্ষোভ। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ভুক্তভোগীরা জানান, বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাউল পাওয়ার জন্য সরকার নির্ধারিত টাকা তারা জমা দিয়ে আসছিল ব্যাংক একাউন্ট এর মাধ্যমে কিন্তু করোনাকালীন সময়ে দ্বায়িত্বপ্রাপ্ত এনজিও কর্মকর্তা মোরশেদ এর টাকা কাছে জমা দেন।

মোরশেদ সেই টাকা ব্যাংকে জমা না করে নিজে আত্মসাৎ করেন। পরবর্তীতে উপজেলা প্রাসনের হস্তক্ষেপে মোরশেদ এর কাছ থেকে টাকা আদায় করা হয়।

এমতাবস্থায় ভুক্তভোগীরা সোমবার সকাল থেকে বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদে আসেন তাদের জমাকৃত টাকা ফেরত নিতে। এ ব্যাপারে বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, এখানে কারও সাথে কোন খারাপ ব্যাবহার করা হয় নাই।

তাদের কে বুঝিয়ে বলা হয়েছে আপনারা যারা টাকা জমা দিয়েছেন এবং এনজিওর রেজিষ্টারে জমা আছে আমরা সেই টাকা নগদ দিবো। বাকি যেটা ব্যাংকে জমা আছে ওটা ব্যাংক থেকে তুলে নিবেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন