হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বাহিরদিয়া-মানসা ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টায় কামারপাড়া মন্দির চত্ত¡রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। এতে সভাপতিত্ব করেন মহিলা সদস্যা (সংরক্ষিত মোমেনা বেগম।

ইউপি সচিব ফাতেমা তুজ জোহরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুতের সুপারভাইজার আ. মান্নান হাওলাদার।

এসময় উপজেলা জাতীয় মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক বাচ্চু মোড়ল, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হাওলাদার খোন, মো. আনোয়ার হোসেন সহ বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন