ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
টেকসই উন্নয়নের অভিষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলা বাহিরদিয়া-মানসা ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির (ইউডিসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার দুপুর ১২টায় অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির।
ইউপি সচিব ফাতেমা তুজ জোহরার সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি মো. সোহেল রানা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল মজুমদার, স্যাকমো লেঅটাস মজুমদার, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, মো. সাইফুল ইসলাম, মো. হুমায়ুন কবীর বাচ্চু, আ. খালেক ঢালী, মো. হাফিজুর রহমান, মো. রফিকুল ইসলাম, খান জাহিদুর রহমান, শেখ রুস্তুম আলী প্রমূখ।
