ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এবারের এই প্রতপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের চত্ত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট ইউ, সি, সি, এ, লি: এর চেয়ারম্যান শাহজামান চৌধুরী লরে ও ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।
সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফকিরহাট ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এ্যাড. ফকির ফরহাদ হোসেন, নবজীবন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খান গোলাম মুরশিদ, প্রবাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেডের সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
