হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) আন্ত ইউনিয়ন প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১লা জুন) সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, আনিচুর রহমান বিপ্লব, মো: ইবারাত আলী প্রমূখ।

উদ্বোধনীতে বেতাগা বনাম পিলজংগ ইউনিয়ন মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০৩-০১ গোলে বেতাগা ইউনিয়ন বিজয়ী হয়েছে। খেলা পরিচালনা করেন ইউসুব আলী, সহযোগি ছিলেন লিপন বিশ্বাস, জাকির হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন