হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট কেন্দ্রিয় কালি মন্দিন চত্ত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট সনাতন জাগরণী সংঘের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতি মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিন বেলুন ও ফেষ্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

এতে বিশেষ অতিথি ছিলেণ খুমেক হাসপাতালের ব্রেইন এবং স্পাইম বিশেষজ্ঞ ও সার্জন ডা. কমলেশ সাহা, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির বসু, বাগেরহাট ২৫০শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় সাহা ও ডা. তন্ময় পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট কেন্দ্রিয় কালি মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনোতোষ রায় কেষ্ট’র ষহ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট সনাতন জাগরণী সংঘের সভাপতি বাপ্পা দত্ত।

এসময় কেন্দ্রিয় কালী মন্দিরের সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু, সনাতন জাগরণী সংঘের প্রধান উপদেষ্ট দাশ শিশির কুমার, সাধারন সম্পাদক আনন্দ কুমার দেসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন