হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি গঠন

ফকিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি গঠন

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

ফকিরহাট  প্রতিনিধি :
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাগেরহাট ফকিরহাট উপজেলা শাখার প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপস্থিত সর্বসম্মতিক্রমে সেখ মিজানুর রহমানকে সভাপতি এবং সেখ আবুল হোসেনকে সাধারন সম্পাদক করে ২৯সদস্য বিশিষ্ট প্রধান শিক্ষক সমিতির একটি কমিটি গঠন করা হয়েছে।

সমিতির অন্যমের মধ্যে সেখ হুমায়ুন কবির সিনিয়র সহসভাপতি (পুরুষ) , ফারহানা হোসেন সিনিয়র সহসভাপতি (মহিলা), মানবেন্দ্র চৌধুরী সহসভাপতি ( পুরুষ), মিজান মোড়ল সহসভাপতি ( পুরুষ), ফারজানা আফরোজ সহসভাপতি (মহিলা), জাহানারা পারভীন সহসভাপতি (মহিলা), হরিদাস হালদার দপ্তর সম্পাদক, নাসিমা নার্গিস অর্থ বিষয়ক সম্পাদক, হাওলাদার বেল্লাল হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, হরেন্দ্রনাথ শিকদার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন