হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে প্রধান শিক্ষককে লাঞ্চিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহীদুল ইসলামকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, রোবার (৭ আগষ্ট) সকাল ৭টার দিকে শুভদিয়ার মোল্লাবাজার এলাকায় দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শুভদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শহীদুল ইসলাম শহীদের সাথে প্রধান শিক্ষক শেখ শহীদুল ইসলামের অর্থ লেন-দেন বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাবেক সভাপতি অকথ্য ভাষায় গালি-গালাজ ও লাঞ্চিত করে।

ঘটনাটি ছড়িয়ে পড়লে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবোদে এদিন সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক শেখ শহীদুল ইসলাম জানান, সাবেক সভাপতির নিকট বিদ্যালয়ের টাকা পাওয়া যাবে তাই চাওয়াকে কেন্দ্র করে তাকে অকথ্য ভাসায় গালি-গালাজ সহ লাঞ্চিত করেন।

এদিকে বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মো. শহীদুল ইসলাম উল্টো কথা জানিয়েছেন। তিনি বলেন ওই প্রধান শিক্ষকের নিকট তিনি টাকা পাবেন। যা হিসাব-নিকাশের মাধ্যমে সমাধানের কথা বলেন।

এ ব্যাপারে শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দেয়াপাড়া প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির মধ্যে এদিন সকালে টাকা লেনদেনকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করা হয়েছে বলে তিনি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস বলেন, এ ধরনের ঘটনা তিনি জানেনা। তাকে এ বিষয়ে অবহিত করা হয়নি বলে জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন