ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে প্রথম দিন এসএসসি ও সমমানের পরীক্ষায় উপস্থিতির হার ৯৯.১৪ ভাগ। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ৫টি কেন্দ্র ও একটি ভেন্যুতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২৫ সালে ফকিরহাট উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ৩ হাজার ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় ২৯ জন অনুপস্থিত থাকায় পরীক্ষা ৩ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ফলে শতকরা উপস্থিতির হার ৯৯.১৪ ভাগ। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে কেউ বহিস্কার হয়নি। পরীক্ষার্থীদের মধ্যে ১হাজার ৯৪২ জন ছাত্র ও ১ হাজার ৪৯৭ জন ছাত্রী।
কেন্দ্রগুলো হলো মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও এর ভেন্যু শিরীণ হক পইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া বেতাগা ইউনাইটেট মাধ্যমিক বিদ্যালয়, লখপুর আলহাজ্জ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুল, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ।
ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, উপজেলার সকল কেন্দ্র ও ভেন্যুতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন ও সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন।