ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে সক্রিয় ও সর্নিভর জীবন যাপন প্রতিবন্ধী মানুষের সেবায় ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে হুইল চেয়ার, সাদা ছড়ি ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোকিত ফকিরহাট সমাজ কল্যান সংঘ উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫টায় বৈলতলী মোল্লাপাড়া মদিনা জমে মসজিদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
আলোকিত ফকিরহাট সমাজ কল্যান সংঘের সাধারন সম্পাদক আকবার উদ্দিন বাবু মোল্লার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, প্রধান শিক্ষক (অব:) ঢালী আ: মালেক, মাদ্রাসা সুপার মাও: মিজানুর রহমান, প্রভাষক শ্যামল কুমার সাহা, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অঞ্জন কুমার দে ও সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রিংকু চক্রবর্তী। এসময় অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, আলোকিত ফকিরহাট সমাজ কল্যান সংঘের সভাপতি হুসাইন ফেরদৌস ও রাকিবুল বাপ্পি সাব্বির হোসেন, শিউলী বেগম প্রমূখ। অনুষ্ঠানে ৮টি হুইল চেয়ার, সাদা ছড়ি ৫টি এবং বাবু মোল্লা, হুসাইন ও তহমিনা ইয়াসমিনের পক্ষ থেকে ৬০জন দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
(অ)
