ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মাসুম মোল্লা (৩৪), তার স্ত্রী জান্নাতুল বেগম (২০) পিতা কেমমত আলী (৭০) গুরুত্ব আহত হয়েছে। এরমধ্যে মাসুম ও জান্নাতুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধনি অবস্থায় রয়েছেন। বৃদ্ধ হেকমত আলী প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। ঘটনাটি সোমবার (০৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামে ঘটেছে।
আহতরা জানান, একই গ্রামের তাজউদ্দিন মোল্লার একটি লেবু গাছের ডাল কে বা কাহারা ভেঙে দিয়েছে। ঘটনার দিন এরই জের ধরে প্রতিপক্ষরা তাদের মারপিট করে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। তবে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
অপরদিকে এই হামলার সময় প্রতিপক্ষ তাজউদ্দিন মোল্লার স্ত্রী শিউলি বেগম (৪২) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে জানা গেছে। তবে উভয় পক্ষ নিকট আত্মীয় বলে স্থানীয়রা জানিয়েছেন।