হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় অন্ত:সত্তা নারী গুরুত্বর আহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ছাগলে লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার কুলসুমা আক্তার বর্নি (২০) নামের এক অন্ত:সত্তা নারী গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ঘটনাটি শুক্রবার সকালে লখপুর ইউনিয়নের বড়খাজুরা এলাকায় ঘটেছে। বড়খাজুরা গ্রামের তরিকুল ইসলামের কন্যা আহত কুলসুমা আক্তার বর্নি, সজিব শেখের স্ত্রী।

আহতের পরিবার জানায়, উক্ত গ্রামের তরিকুল ইসলামের একটি ছাগলে পার্শ্ববর্তী এলাকায় জনৈক ব্যাক্তির রোপন করা ১টি লাউ গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় ছাগলের মালিক ও গাছ মালিকের সাথে বিরোধের সৃষ্টি হয়।

এসময় বাবার বাড়ি বেড়াতে আসা কুলসুমা আক্তার বর্নি বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের জুয়েল, রুবেলসহ ৩/৪জন মিলিত হয়ে হামলা চালিয়ে ওই নারীকে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় তাকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৭টি সিলাই লেগেছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিলো বলে ভুক্তভোগীরা জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন