ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শামসুন্নাহার লাভলী (৩৫) নামের এক নারী গুরুত্বর আহত হয়েছেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ভুক্তভোগী পরিবার জানান, ভবনা গ্রামে বুধবার বিকেলে ওই নারী ও তার স্বামী মাসুদুর রহমান নিজস্ব দোকানে বসে থাকা অবস্থায় স্থানীয় প্রভাবশালী ২/৩জন জনৈক্য ব্যক্তিরা তাদের উপর হামলা চালায়। এতে শামসুন্নাহার লাভলী আহত হন। এসময় তার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন। এ ব্যাপারে শামসুন্নাহার লাভলী নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
শামসুন্নাহার লাভলী বলেন, প্রতিপক্ষকদের সাথে দীর্ঘদিন ধরে নানা কারনে ঝগড়া-বিবাদ চলে আসছে। এরই জের ধরে এদিন তাদের মারপিট করা হয়েছে।
উক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে এর আগে বাগেরহাট বিজ্ঞ আদালতে সাতধারা মামলা করেছেন বলে জানান।