ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মো. হুমায়ুন কবির (৩৮) নাামে এক মাদককারবারিকে কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পিলজঙ্গ এলাকার আনসার আলীর বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৯ কেজি ৭৫০ গ্রাম জব্দ করে র্যাব সদস্যরা।
আটক মো. হুমায়ুন কবির নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবির নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আটককৃতকে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা করা হয়েছে।