হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে পৃথক অভিযানে একটি ইন্ডাষ্ট্রিজকে অর্থদন্ড ও দুই জনের কারাদন্ড

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালীতে সাউথ ইষ্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডে শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে মালিক পক্ষকে ৩০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৪ জুলাই) বেলা ১১টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের এইচ আর সৈয়দ মারুফুল হককে ৩০হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে, উপজেলার দিয়াপাড়া গ্রামে বিল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দিয়াপাড়া গ্রামের ইমান আলীর পুত্র আজগর শেখ (৪৮) ও লিয়াকত আলীর পুত্র ইশা আলী (২১) কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এই অভিযান পরিচালনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন