ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া খালে অবৈধ ভাবে স্থাপন করা জাল-পাটা অপসারণ করা হয়েছে।
বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টার ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদারের নেতৃত্বে পুটিয়া খালের ২০টি পৃথক স্থানে অবৈধ জাল-পাটা অপসারণ করা হয়েছে।
এসময় মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার সহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে এলাকার কিছু স্বার্থানেশ্বী মানুষ পুটিয়াখালে অবৈধভাবে জাল-পাটা দিয়ে মাছ আহরণ করে আসছিল। ফলে পানি নিস্কাশনে বাধা সৃষ্টি হচ্ছিল। অবৈধ জাল-পাটা উচ্ছেদে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানায়।
