হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে পিলজংগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতায় অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে পিলজংগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পিলজংগ ইউনিয়ন পরিষদের আয়োজনে শুক্রবার বিকেল ৪টা পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমূখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হা-ডু-ডু প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অঞ্জন কুমার দে এর সভাপতিত্বে ও পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, যুগ্ম সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, শেখর রঞ্জন দেবনাথ, আওয়ামী লীগ নেতা জীবন কৃষ্ণ ঘোষ, ইউপি চেয়ারম্যান মো, রেজাউল করিম ফকির, শেখ ইউনুস আলী, এ্যাড: হিটলার গোলদার, এমডি সেলিম রেজা, ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি।

এ রিপোর্ট খেলা পরিচালনা করে মোস্তাহিদুর রহমান মুক্ত, সহযোগি ছিলেন মো, রেজাউল কবির। খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিত ঘটে। দেশের হা-ডু-ডু খেলার কৃতি খেলোয়াররা অংশগ্রহন করেন। এ লেখা পর্যন্ত হা-ডু-ডু প্রতিযোগিতা চলছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন