হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিত করনে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষন ও ব্যাবসায়ীদের মাঝে সচেতনতা মুলক ওরিয়েন্টেশন সভা বুধবার সকাল ১১টায় শহীদ স্মৃতি ডিগ্নী মহাবিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অঃ দাঃ) মনোতোষ কুমার মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন শহীদ স্মৃতি ডিগ্নী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ মোশারফ হোসেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ ও অচিন কুমার দাশ। সচেতনতামুলক এ ওরিয়েন্টেশনে বিভিন্ন বাজারের প্রায় শতাধিক ব্যাবসায়ী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন