হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

 

ফকিরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।

নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি ছিলেন সরকারি ফজিলুতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশিষ কুমার নন্দী, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন