হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে নারী নির্যাতন পক্ষ ও রোকেয়া দিবস পালিত

ফকিরহাটে নারী নির্যাতন পক্ষ ও রোকেয়া দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 170 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৯ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন, প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে, শ্রেষ্ঠ জয়ীতা সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের, সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুমলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন। প্রশিক্ষক শান্তা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রি, উপ-সহকারি প্রকৌশলী হারুন অর রশিদ, প্রশিক্ষক লুৎফুর নাহার দুলু প্রমূখ।

এসময় ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কান্তি ঘোষ, প্রশিক্ষক ফারজানা ইয়াসমিন, অফিস সহকারি খাদিজা খাতুন, অফিস সহায়ক মাসুম হোসেন, জিয়াদ হোসেন, সাথি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন অবদান রাখায় ৫জন জয়ীতাকে সম্মাননা সরুপ ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। যারা জযীতা সম্মননা পেয়েছেন তারা হলেন মোছা: রাফেজা বেগম, সাথী খাতুন, সুচরিতা রানী দেবনাথ, জেসমিন আক্তার, সঞ্চিতা রানী ব্যানার্জী খুশি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন