হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

ফকিরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবপ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া এদিন সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কুচকাওয়াজ পরিদর্শণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়ের পরিচালনায় এসময় সহকারী কমিশনার (ভ‚মি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, ওসি (তদন্ত) আলমগীর হোসেন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন