ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন ইউএনডিপি ও আইপিএ এর বিভিন্ন কর্মকর্তা।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের প্রভাব/ফলাফল নিরুপণে সমীক্ষা কাজে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান আইপিএ কে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান লক্ষ্যে নির্ধারণ করেছে, বাগেরহাট জেলার দুইটি ইউনিয়নের মধ্যে একটি ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ।
২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে এর কার্যক্রম পরিদর্শন করেন ইউএনডিপি এর সুপারভাইজার মো: সোহাগ হোসেন ও আইপিএ এর কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ (তামিম) সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন, ইউপি সচিব ম. আলতাফ হোসেন প্রমূখ।
s